07
Jun
বাইশগজে ফর্মে ছিলেন না হার্দিক পান্ডিয়া। তবে তাঁর স্ত্রী নাতাশা দালান যে বাইরে থেকে ছক্কা হাঁকিয়েই যাচ্ছেন, তেমনটাই মনে করছেন সকলে! নাতাশা কী এমন করেছেন যে তাঁকে নিয়ে চারিদিকে একেবারেই হইচই পড়ে গিয়েছে। শোনা গিয়েছিল পান্ডিয়ার সঙ্গে নাকি বিচ্ছেদ হচ্ছে নাতাশার। রটেছিল নাতাশা নাকি হার্দিকের সম্পত্তির প্রায় ৭০ শতাংশ পেতে চলেছেন। এ সবের মধ্যই নয়া খবর, হার্দিক নাকি স্ত্রীকে খাড়া করে আইপিএলে খারাপ ফলের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন। বিচ্ছেদ নিয়ে আলোচনা হলে তিনি পাবেন সহানুভূতি– এই নাকি ছিল তাঁর পাব্লিসিটি স্টান্ট! তবে মুখে কুলুপ আঁটলেও সামাজিক মাধ্যমে ফের চমক নাতাশার। আচমকাই ফিরিয়ে আনলেন পান্ডিয়া পদবী। অবশ্য তা নিজের নামের সঙ্গে…