কোলাহল থিয়েটার, উইলিয়াম শেকসপিয়রের নাটক ম্যাকবেথকে মঞ্চোস্ত করতে চলেছে প্যাসটিশ ফর্মে

আসানসোলের অনুভব আবৃত্তি সংস্থার প্রেসিডেন্ট শ্রীমতি সর্বাণী চক্রবর্তীর সাহায্যে কোলাহল থিয়েটার, আগামী ৪ঠা এপ্রিল আসানসোলের রবীন্দ্রভবনে প্রথমবার মঞ্চস্থ করতে চলেছে ‘মুখোশতন্ত্র’। বিখ্যাত ইংরেজী নাট্যকার উইলিয়াম শেকসপিয়রের বহুচর্চিত নাটক ম্যাকবেথকে প্যাসটিশ (অন্য গ্রন্থকারের অনুকরণে রচিত সাহিত্য) ফর্মে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে মুখোশতন্ত্রে। এটি কোলাহল থিয়েটার ওয়ার্কশপের চতুর্থ প্রচেষ্টা। ম্যাকবেথের ছায়া অবলম্বনে রচিত এই নাটকটির নির্দেশক শ্রী প্রাজ্ঞ দত্ত, বিভিন্ন উপাদান যেমন মার্শাল আর্ট , ফিলিপিনো আর্ট ” কালি”, মাওরি আর্ট “হাকার” তথা বিভিন্ন প্রদেশের লোকনৃত্য ছৌ, রায়বেঁশে, কালারী, সিলামবাম, এর পাশাপাশি প্রবল সংলাপের মাধ্যমে নাটকটি সাজিয়ে তুলেছেন।
এই নাটকের বেশিরভাগ চরিত্রেই অভিনয় করেছেন কোলাহলের কলাকুশলীরা এবং নাটকের মুখ্যচরিত্রে, অর্থাৎ ম্যাকবেথের চরিত্রে আছেন প্রখ্যাত অভিনেতা এবং সমাজসেবী শ্রী নাইজেল আকারা যিনি মঞ্চে প্রত্যাবর্তণ করতে চলেছেন দীর্ঘ সাত বছর পরে এবং লেডি ম্যাকবেথের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অস্মিতা মুখার্জি। এছারাও রয়েছেন অভিনেতা দেবাশিস সরকার, নির্দেশক প্রাজ্ঞ দত্ত প্রমূখ, যেখানে সকলের মুখই মুখোশে ঢাকা- যা দিয়ে বোঝান হয়েছে যে ভালোর মধ্যে লুকিয়ে আছে খারাপ আর খারাপের মধ্যে লুকিয়ে আছে ভাল। নাটকের আলোকসজ্জার দায়িত্বে আছেন শ্রী কল্যাণ ঘোষ, পোশাক দিয়ে সাজিয়েছে “সাজসজ্জা ” এবং সাউন্ড প্রজেকশনের দায়িত্বে আছেন শ্রী বন্দন মিশ্র।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *