পাইন ল্যাবসের অলট্যাব অ্যাপ

এশিয়ার অন্যতম মার্চেন্ট কমার্স প্লাটফর্ম পাইন ল্যাবস লঞ্চ্‌ করেছে অলট্যাপ। এটি একটি নানারকম প্রয়োজনীয় ফিচার-যুক্ত অ্যাপ। এর দ্বারা ডিজিটাল পেমেন্ট সহজতর হবে। এনএফসি-সম্বলিত স্মার্টফোনে ব্যবহার্য পাইন ল্যাবস অলট্যাপ অ্যাপ ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণের সুবিধা দেবে।

এজন্য আলাদা কোনও হার্ডওয়্যারের প্রয়োজন হবে না। অ্যাপের ‘ট্যাপ অ্যান্ড পে’ ফিচারটি সুরক্ষিত এবং পিসিআই সিকিউরিটি স্ট্যান্ডার্ডস কাউন্সিল (পিসিআই এসএসএস), রুপে, ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্স দ্বারা সার্টিফায়েড। পাইন ল্যাবস অলট্যাপ অ্যাপ ক্ষুদ্র ব্যবসায়ী, গৃহ উদ্যোগী, স্ট্রিট ভেন্ডর, হকার, ক্যাব ড্রাইভার ও অন্যান্যদের উপযোগী। ডিজিটাল পেমেন্ট গ্রহণের জন্য এদের আর প্রথাগত কোনও পয়েন্ট-অফ-সেল (পিওএস) ব্যবহার করতে হবে না। 

পাইন ল্যাবস অলট্যাপ অ্যাপ ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের এনএফসি-চালিত স্মার্টফোনকে সহজেই ‘পেমেন্ট অ্যাক্সেপট্যান্স ডিভাইসে’ পরিণত করতে পারবেন। এরফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাজকর্ম সহজ হয়ে যাবে। এখন থেকে ব্যবসায়ীরা কন্ট্যাক্টলেস ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সুযোগ নিয়ে ডোর-স্টেপ ডেলিভারির সময়ে ডিজিটাল পেমেন্ট নিতে পারবেন ও ‘চেকআউট টাইম ডিলে’ হ্রাস করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *