অতি সংকটজনক বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। পাশাপাশি কমেছিল তাঁর প্লেটলেটের সংখ্যা। সোমবার থেকে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে অভিনেতার দুটি কিডনি কাজ না করায় বুধবার ডায়ালিসিস শুরু করবার সিদ্ধান্ত নেয় অভিনেতার মেডিক্যাল টিম।
৮৫ বছর বয়সী এই অভিনেতার ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রার পরিমাণ খুব বেড়ে গিয়েছে। জানা গিয়েছে সেকেন্ডারি নিউমোনিয়াতেও ভুগছেন তিনি। ৫০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। হাসপাতালের বিছানায় রীতিমতো ফাইট করে যাচ্ছেন ‘ফেলুদা’, এমনটাই জানিয়েছেন চিকিৎসক অরিন্দম কর। সারা বাংলা তাঁর আরোগ্য কামনা করছে।