অবহেলিত ইরফান !

বাবার স্মৃতি থেকে কিছুতেই বেরোতে পারছেন না তাঁর ছেলে বাবিল খান। বাবিল সোশ্যাল মিডিয়ায় বার বার বাবাকে নিয়ে লিখছেন। কোনও কাজ করতে গেলেই বাবার ভালবাসা তাঁকে কাঁদাচ্ছে। এমনকি বৃষ্টিতেও খুঁজে নিচ্ছেন বাবাকে। সম্প্রতি ইনস্টাগ্রামে ইরফান খানের কিছু পুরনো ছবি শেয়ার করলেন তিনি।

ছোট থেকেই অভিনয়ের প্রতি আলাদা ভালবাসা ছিল ইরফানের। ১৯৬৭ সালে রাজস্থানের এক পাঠান পরিবারে তাঁর জন্ম। জয়পুর থেকে এমএ কমপ্লিট করে দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে শুরু তাঁর নতুন পাঠ। ইরফানের প্রথম সিনেমা ‘সালাম বম্বে’। এই ছবি অস্কারের জন্য নমিনেশন পেয়েছিল। এর পর ‘কমলা কি মত’, ‘এক ডক্টর কি মত’-এর মতো ছবি দিয়ে বলিউডে কাজ শুরু তাঁর। সব সময় একটু অন্যধারার কাজ করেছেন তিনি। তিনি কখনই সিক্স প্যাকওয়ালা হিরো নন। তিনি ‘হিন্দি মিডিয়াম’-এর চাঁদনি চকের খেটে খাওয়া নায়ক। আবার কখনও তিনিই ‘বিল্লু বারবার’। তাঁর শেষ ছবি ছিল ‘ইংলিশ মিডিয়াম’। যা দেখলে আবারও চোখে জল আসে। ইরফান ক্যানসারে ভুগছিলেন। ২৯ এপ্রিল এই অভিনেতাকে হারিয়ে শোকের ছায়া নেমেছিল গোটা বলিউডে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *