বাম শিবিরে এখনও যে কয়েকজন অভিনেতা, বুদ্ধিজীবীদের দেখা যায়, তাঁদের মধ্যে অভিনেতা চন্দন সেন প্রথম সারির মুখ। অভিনেতা চন্দন সেন দীর্ঘদিন ধরেই ক্যানসার আক্রান্ত। তবে তার মধ্যেই কাজ তো বটেই বহু রাজনৈতিক কর্মসূচিতেও তাঁকে নিয়মিত দেখা যায়।
সোমবার রাতে হঠাৎ করেই চন্দন সেনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ল ফেসবুক জুড়ে। তার কিছুক্ষণের মধ্যেই ভিডিওবার্তায় চন্দন সেন বলেন, “নমস্কার আমি চন্দন সেন বলছি। কিছুক্ষণ আগে আমার মৃত্যু সংবাদ পাওয়া গেছে। যিনি করেছেন তিনি রাত্তিরের ঘুমটার বারোটা বাজিয়ে খুব একটা ভাল কিছু করেননি। আবার দেখা হবে রাস্তায়, মিছিলে বা কোথাও একটা।” তিনি একদম ঠিক আছেন।