আটটি শহরে ফের উড়ান শুরু করল ইন্ডিগো

ইন্ডিগো এয়ারলাইন ৬৫০টিরও বেশি সাপ্তাহিক উড়ানের মাধ্যমে উত্তরপূর্ব ভারতের আটটি প্রধান শহরকে যুক্ত করেছে। এই শহরগুলি হল আগরতলা, আইজল, ডিব্রুগড়, ডিমাপুর, গুয়াহাটি, ইম্ফল, জোরহাট ও শিলচর।

গুয়াহাটি থেকেই সবথেকে বেশি বিমানযাত্রার চাহিদা দেখা যাচ্ছে, যেখান থেকে নন-স্টপ সংযোগ রয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বই, জয়পুরের মতো বড় শহরের সঙ্গে এবং আইজল, আগরতলা, ডিব্রুগড়, জোরহাট, ইম্ফল ও শিলচর-সহ সাতটি উত্তরপূর্বাঞ্চলীয় শহরের সঙ্গে। উত্তরপূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগের সবথেকে ভাল মাধ্যম ইন্ডিগো।

ইন্ডিগোর চিফ রেভিনিউ অ্যান্ড স্ট্রাটেজি অফিসার সঞ্জয় কুমার জানান, উত্তরপূর্বাঞ্চলের যাত্রীদের সঙ্গে দেশের প্রধান মেট্রো শহরগুলির নন-স্টপ বিমান যোগাযোগ ঘটায় ইন্ডিগো। এই অঞ্চলের উন্নয়নের ব্যাপারে সরকারের নীতির সঙ্গে তাল মিলিয়ে এই নেটওয়ার্ককে আরও শক্তিশালী করে তুলবে ইন্ডিগো।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *