আসামের হস্তশিল্পের প্রসারে ফ্লিপকার্টের উদ্যোগ

আসাম সরকারের সঙ্গে একটি মউ স্বাক্ষর করল ফ্লিপকার্ট। আসামের আর্টস, ক্র্যাফটস ও হ্যান্ডলুম সেক্টরের উন্নতিসাধনের জন্য সেগুলিকে ই-কমার্সের আওতায় নিয়ে আসাই হল এর উদ্দেশ্য। মউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের শিল্প ও বাণিজ্য মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি ও শিল্প ও বাণিজ্য বিভাগের কমিশনার ওইনম সরনকুমার সিং।

ফ্লিপকার্ট গ্রুপের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রজনীশ কুমার এপ্রসঙ্গে জানান, তাদের এই পার্টনারশিপের ফলে স্থানীয় কারুশিল্পী, বয়নশিল্পী ও হস্তশিল্পীরা ফ্লিপকার্ট সমর্থ প্রোগ্রামের আওতায় এসে নানারকম সুবিধা পাবেন এবং তাদের জীবিকার ক্ষেত্রে নতুনতর সুযোগ খুঁজে পাবেন। ফ্লিপকার্ট সূত্রে বলা হয়েছে, ফ্লিপকার্টের সমর্থ প্রোগ্রামের অধীনে আসামের শিল্প ও বাণিজ্য বিভাগের সঙ্গে এই পার্টনারশিপ আসামের হস্তশিল্পী, কারুশিল্পী ও বয়নশিল্পীদের দেশব্যাপী বাজারে প্রবেশের সুযোগ দেবে। ফ্লিপকার্টের মার্কেটপ্লেসে তারা তাদের বিশেষ উৎপাদিত সামগ্রীগুলি প্রদর্শন করতে পারবেন। সুবিধা-বঞ্চিত মানুষদের উন্নয়ণে আসাম সরকার ও ফ্লিপকার্ট যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে। 

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *