উবের অটো সার্ভিস শুরু হল আগরতলায়

উবের অটো সার্ভিস শুরু হল আগরতলায়। নিউ নর্মাল পরিস্থিতিতে যাত্রীদের সহজ ও সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থার অভাব দূর হবে উবেরের এই উদ্যোগের ফলে। আগরতলায় উবেরের এই সার্ভিস ভারতের ৮৩তম শহরে ও ত্রিপুরায় তাদের প্রথম উপস্থিতি সূচিত করল। আগরতলায় উবের অটোর সম্প্রসারণের ফলে সাশ্রয়ী মূল্যে উবেরের ডোরস্টেপ পিক-আপ, সেফ ও কনট্যাক্টলেস পেমেন্টস ব্যবস্থা বাস্তবায়িত হবে। আগামী মাসগুলিতে উবের তার পরিষেবার পরিধি আরও প্রসারিত করবে শহরের বিভিন্নরকম চলাচলের চাহিদানুসারে। 

যখন ভারতে আবার হাজার হাজার মানুষ যাতায়াত শুরু করেছেন, তখন উবেরের লক্ষ্য হল সহজ পিক-আপ, ঝামেলামুক্ত যাত্রা ও ডিজিটাল পেমেন্টের সুবিধা প্রদান করা এবং অটো রিকশ’র জন্য ‘ট্রাডিশনাল স্ট্রিট হেইল মডেল’-এর পরিবর্তে ‘ই-হেইল’ ব্যবস্থার প্রবর্তন করা। 

উবের-এর জেনারেল ম্যানেজার, ইস্ট অ্যান্ড সাউথ ইন্ডিয়া, সুবোধ সাঙ্গয়ান বলেন, তাদের সর্বাধিক জনপ্রিয় অটো প্রোডাক্ট নিয়ে আগরতলায় পথচলা শুরু করতে পেরে তারা খুবই আনন্দিত। এরফলে যাত্রীদের সুবিধাই শুধু নয়, ড্রাইভার-পার্টনার রূপে যারা যোগ দেবেন তাদের জীবিকার্জনের সুযোগ সৃষ্টি হবে। প্রসঙ্গত, সেফটি সর্বোচ্চ গুরুত্বের বিষয় এবং বিগত কয়েকমাসে উবের ড্রাইভারদের জন্য যথেষ্ট পরিমাণ বিনিয়োগ করেছে নিরাপত্তামূলক সামগ্রী সংগ্রহের জন্য এবং যাত্রী ও ড্রাইভারদের মধ্যে নিরাপত্তার বোধ বৃদ্ধির জন্য উদ্ভাবনী প্রযুক্তি-চালিত ব্যবস্থা চালু করেছে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *