এই দুঃসময়ে, যখন এক সুস্থ আগামীকালের জন্য প্রতীক্ষায় রয়েছে বিশ্ব ! ‘দেখা হোক আবার’

সমমানসিকতার শিল্পীদের নিয়ে এক অনবদ্য অনুষ্ঠান ‘দেখা হোক আবার’। এই দুঃসময়ে, যখন এক সুস্থ আগামীকালের জন্য প্রতীক্ষায় রয়েছে বিশ্ব, তখন এখানে মিলিত হয়েছে কবিতা ও সঙ্গীত। টাইমস বাংলা থেকে মুক্তিপ্রাপ্ত ও প্রীতম সেন নিবেদিত এই অনুষ্ঠানের ভাবনা ও কবিতা কলমের আঁচড়ে ফুটিয়ে তুলেছেন স্বর্ণালী মিতা সরকার। এর সঙ্গীত ও ভিডিয়ো পরিচালনায় রয়েছেন প্রাজ্ঞ দত্ত। ‘দেখা হোক আবার’ প্রকল্পে উপস্থিত আছেন অভিনেতা সুদীপ মুখার্জি, কোমলকন্ঠী গায়িকা অন্বেষা, অন্তরা, অঙ্কিতা, সায়নী, বংশীবাদক ড. সুবীর রায়, ডায়নামিক ড্যান্সার দেবাঞ্জনা ও জুবিন এবং অতিসতর্ক ব্যবস্থাপক ও সাউন্ড ইঞ্জিনিয়ার মৃন্ময়। স্বপ্নিল এই প্রকল্পের ছবি তুলেছেন ও সম্পাদনা করেছেন প্রবীর। গানের হিন্দি লিরিক অন্তরা নন্দীর, ইংরেজি ও বাংলা লিরিক প্রাজ্ঞর। অনুষ্ঠানে কবি স্বর্ণালী স্বরচিত কবিতা আবৃত্তি করেছেন সুদীপ মুখার্জির সঙ্গে। অন্তরার লেখা হিন্দি গানের লাইন গেয়েছেন অন্তরা ও অঙ্কিতা। প্রাজ্ঞ গেয়েছেন ইংরেজি লাইন আর কিছুটা বাংলা লাইন, যা রচনা করেছেন তিনি নিজেই। হুক লাইন গেয়েছেন মৃন্ময়, সেইসঙ্গে অন্বেষা ও সায়নীর আলাপ বর্ণময় করেছে সঙ্গীতের ডানা মেলা কবিতাগুচ্ছ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *