এয়ারবিএনবি-তে গৌরী-শাহরুখের দিল্লির বাড়ি

তাঁদের দিল্লির বাড়িতে থাকার সুযোগ দিয়ে বলিউড আইকন শাহরুখ খান ও তাঁর নামী ইন্টেরিয়র ডিজাইনার স্ত্রী গৌরী খান এবার এয়ারবিএনবি হোস্ট হলেন। শাহরুখের ৩০ বছর বলিউডের সুপারস্টারডমে কাটানোর সম্মানে ‘হোম উইথ ওপেন আর্মস’ ক্যাম্পেনের মাধ্যমে ভারতবাসীর জন্য এক সুযোগ সৃষ্টি করা হয়েছে খান পরিবারের বাড়িতে থাকার। এই বাড়িটি বিশেষভাবে ডিজাইন করেছেন গৌরী, তাঁর অনবদ্য স্টাইলে। যদিও এই দম্পতি বর্তমানে মুম্বইয়ে থাকেন, তাঁদের দিল্লির বাড়িটি তাঁদের নস্টালজিয়া হিসেবে রয়েছে, যেখানে তাঁদের তিনটি সন্তান বড় হয়েছে। রাজধানী দিল্লিতে এলে তাঁরা এই বাড়িটি ব্যবহার করেন। 

১৮ নভেম্বর থেকে আরম্ভ করে ভারতের বাসিন্দারা এই বাড়িতে একরাত্রি থাকার আবেদন জানাতে পারবেন। যে দম্পতি এই সুযোগ জিতে নিতে পারবেন, তারা শাহরুখ ও গৌরীর স্মৃতি বিজড়িত এই বাড়িতে বাস করে তাঁদের প্রিয় খাবার খেতে, শাহরুখের প্রিয় ফিল্ম ও বক্স অফিস হিট ছবিগুলি দেখতে ও নিজেদের বাড়িতে নেওয়ার জন্য স্মারক হিসেবে উপহার পেতে পারবেন। ২০২১-এর ১৩ ফেব্রুয়ারি গৌরী ও শাহরুখের বাড়িটি পাওয়া যাবে একরাত্রির বসবাসের জন্য। এই দুর্দান্ত সুযোগ নেওয়ার জন্য এয়ারবিএনবি আগ্রহী অতিথিদের আহ্বান জানিয়েছে, তাঁরা যেন ‘ওপেন আর্মস মীট’ বলতে কি বোঝেন তা শেয়ার করেন ৩০ নভেম্বরের মধ্যে। বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১৫ ডিসেম্বর।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *