কানাড়া রোবেকো’র নতুন ফান্ডের এনএফও শুরু ২৩ এপ্রিল

কানাড়া রোবেকো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড তাদের নতুন ফান্ড অফার (এনএফও) ‘কানাড়া রোবেকো ফোকাসড ইকুইটি ফান্ড (একটি ওপেন-এন্ডেড ইকুইটি স্কিম) লঞ্চের কথা ঘোষণা করল। এই ফান্ড বিনিয়োগ করবে বিভিন্ন ক্ষেত্রের সর্বাধিক ৩০টি লার্জ ক্যাপ, মিড ক্যাপ ও স্মল ক্যাপ কোম্পানিতে। ১৫ দিনের এনএফও পিরিয়ড শুরু হচ্ছে ২৩ এপ্রিল ও সমাপ্ত হবে ৭ মে। এনএফও-টিতে নিম্নতম বিনিয়োগের পরিমাণ হবে লাম্পসাম ইনভেস্টরদের জন্য ৫,০০০ টাকা ও তারপর ১ টাকার গুণিতকে, এবং এসআইপি-র জন্য ১,০০০ টাকা ও তারপর ১ টাকার গুণিতকে।

হেড–ইকুইটিস এবং এই স্কিমের ফান্ড ম্যানেজার শ্রীদত্ত ভান্ডওয়ালদার। কানাড়া রোবেকো এএমসি-তে তিনি গড়ে তুলেছেন ইকুইটি ফান্ড ম্যানেজমেন্ট টিমের একটি সুসংহত অঙ্গ। মিডিয়াম টার্মে কম্পাউন্ডিংয়ের মাধ্যমে সম্পদ সৃষ্টির জন্য তিনি পোর্টফোলিয়োতে নির্বাচিত কোয়ালিটি স্টকস ধরে রাখায় বিশ্বাসী। বর্তমানে তিনি কানাড়া রোবেকো ব্লুচিপ ইকুইটি ফান্ড, কানাড়া রোবেকো ফ্লেক্সিক্যাপ ফান্ড ও কানাড়া রোবেকো ইকুইটি হাইব্রিড ফান্ডের নিয়ন্ত্রক। কানাড়া রোবেকো ফোকাসড ইকুইটি ফান্ড এনএফও খুলছে ২৩ এপ্রিল এবং বন্ধ হচ্ছে ৭ মে। নতুন স্কিমটি পুণরায় খুলবে ১৮ মে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *