শরণ শর্মা পরিচালিত, এবং জাহ্নবী কাপুর অভিনীত ভারতীয় বায়ুসেনা আধিকারিক গুঞ্জন সাক্সেনার বায়োপিক। এই বায়োপিকে ভারতীয় বায়ুসেনার যে ইমেজ তুলে ধরা হয়েছে তা নিয়ে আপত্তি জানিয়ে সেন্সার বোর্ড এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সকে চিঠি লিখেছে স্বয়ং IAF। টিম গুঞ্জন সাক্সেনার বিরুদ্ধে ছবিতে মিথ্যাচার দেখানোর অভিযোগ এনেছেন প্রাক্তন বায়ুসেনা অফিসার শ্রীবিদ্যা রঞ্জনও। ভারতীয় বায়ুসেনার পর এবার সরাসরি এই ছবির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাকক্তন বায়ু সেনা অফিসার নমরিতা চাণ্ডী।
নমরিতা চাণ্ডী খোলা চিঠিতে লেখেন, এই ছবিতে যে লিঙ্গ বৈষম্য দেখানো হয়েছে তা ভিত্তিহীন। পেশাগত জীবনে কোনও ধরনের অন্যায় ব্যবহার, অবমাননার মধ্যে আমি কখনও পড়িনি। বায়ুসেনার উর্দিধারীরা প্রকৃত অর্থে ভদ্রলোক ও পেশাদারিত্বে বিশ্বাসী বরাবর’। তিনি লেখেন, আমি হতবাক যে ছবিতে দেখানো হয়েছে সেখানে মহিলাদের উর্দি পাল্টানোর ক্ষেত্রে সমস্যা তৈরি করত পুরুষ অফিসাররা, তিনি লেখেন- ‘এমন অনেকবার হয়েছে যে আমাদের পোশাক বদলের সময় বাইরে পাহারা দিয়েছে আমাদের ভাইরা’। বাস্তব জীবনের গুঞ্জন সাক্সেনা আত্মপক্ষ সমর্থন করে জানিয়েছেন, ‘কিছু মানুষ আমার জীবনের আধার এবং অস্তিত্ব ও পরিচিতিকে নষ্ট করবার চেষ্টা করছে’।