গ্লেনমার্ক ‘সুটিব’এনেছে কিডনি ক্যান্সারের চিকিৎসার জন্য

নিটিনিব ওরাল ক্যাপসুলের জেনারিক ভার্সন ‘সুটিব’ ভারতে লঞ্চ করল গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। কিডনি ক্যান্সারের চিকিৎসার জন্য কার্যকর এই ঔষধটির এমআরপি তার ইনোভেটর ব্র্যান্ডের এমআরপির থেকে প্রায় ৯৬ শতাংশ কম রেখে প্রতিমাসের জন্য ৭০০০ টাকা (৫০এমজি), ৩৬০০ টাকা (২৫এমজি) ও ১৮৪০ টাকা (১২.৫এমজি) ধার্য করা হয়েছে । প্রসঙ্গত, ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারাও অনুমোদিত ঔষধ সুনিটিনিব।

সেল গ্রোথের জন্য দায়ি কিছু এনজাইমের প্রতিরোধকারী সুনিটিনিব হল ওরাল মাল্টি-কাইনেজ ইনহিবিটর (এমকেআই)। এই ঔষধ নির্দিষ্ট ধরণের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্ট্রোমাল টিউমার যুক্ত ও অ্যাডভান্সড রেনাল সেল কার্সিনোমা যুক্ত রোগীদের ক্ষেত্রে যথেষ্ট কার্যকর। বিশেষ ধরণের প্যানক্রিয়েটিক নিউরোএন্ডোক্রিন টিউমার-যুক্ত রোগীদের চিকিৎসার জন্যও এটি অনুমোদনপ্রাপ্ত। প্রায় একদশকের বেশি সময় ধরে সুনিটিনিব দ্রুত-ছড়িয়ে পড়া (মেটাস্ট্যাটিক) রেনাল ক্যান্সারের চিকিৎসায় ‘গোল্ড-স্ট্যান্ডার্ড’ স্বীকৃতিপ্রাপ্ত। শুধু সুনিটিনিব প্রয়োগেই রেনাল ক্যান্সারের বৃদ্ধির ঝুঁকি ৫৮ শতাংশ কমানো যেতে পারে বলে গবেষণায় জানা গেছে।  

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *