চিরঘুমের দেশে কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্কর

চলে গেলেন নৃত্যশিল্পী অমলা শঙ্কর। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর জানান অমলা শঙ্করের নাতনি শ্রীনন্দা শঙ্কর। গতমাসেই কন্যা মমতা শঙ্করের রাজডাঙ্গার বাড়িতে পালিত হয়েছিল এই কিংবদন্তি নৃত্যশিল্পীর ১০১ তম জন্মদিন। আজ সকালে ঘুমের মধ্যেই মৃত্যু হয় অমলা শঙ্করের।

১৯১৯ সালের ২৭ জুন অমলা শঙ্করের জন্ম। শৈশব থেকেই ঘটেছিল প্রতিভার বিচ্ছুরণ। ১৯৩১ সালে মাত্র ১১ বছর বয়সে প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক ঔপনিবেশিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন। এখানেই পরিচিতি ঘটে প্রবাদপ্রতিম নৃত্যশিল্প উদয় শঙ্করের সঙ্গে। এরপরই নৃত্যের তালিম শুরু করেন উদয় শঙ্করের কাছে। এরপর শুরু হয় উদয় শঙ্করের সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন নৃত্যের অনুষ্ঠানে নৃত্য প্রদর্শন। অমলা শঙ্কর ১৯৪৮ সালে উদয় শঙ্কর পরিচালিত ‘কল্পনা’ চলচ্চিত্রে উমা চরিত্রে অভিনয়ও করেছিলেন। অমলা শঙ্কর ২০১২ সালের কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন, সে বছরের কান চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়েছিল।

আজ সকালে সোশ্যাল মিডিয়ায় ঠাকুমার সঙ্গে নিজের ছবি পোস্ট করে শ্রীনন্দা শঙ্কর লেখেন যে, ‘এক যুগের অবসান হল। ওঁর আত্মার শান্তি কামনা করি…।’
অমলা শঙ্করের প্রয়াণে সংস্কৃতি জগতে নেমে এসেছে শোকের ছায়া। বহু বিশিষ্ট ব্যক্তিত্ব তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে, তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *