রিয়াকে আজ জামিন দেওয়া হলেও তাঁকে মানতে হবে আদালতের একাধিক শর্ত ।প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর সিবিআই জেরা শুরু করেছিল রিয়া চক্রবর্তীর। সুশান্তের বাবা ও পরিবার অভিনেতার মৃত্যুর জন্য সুশান্তের প্রেমিকা রিয়াকেই দায়ি করেছিলেন। কেস করা হয়েছিল বিহার কোর্টে। সুশান্তের টাকা হাতিয়ে নেওয়ার মত অভিযোগও করা হয়েছিল। তবে সিবিআই জেরায় সুশান্তের মৃত্যুর সঙ্গে রিয়ার কোনও যোগ পায়নি। এমনকি রিয়ার বিরুদ্ধে সুশান্তের টাকা চুরির যে অভিযোগ ছিল, তাও খারিজ করে দেওয়া হয়। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও টাকা নেননি রিয়া।
কিন্তু সেপ্টেম্বর রিয়াকে গ্রেফতার করা হয়েছিল মাদক যোগের কারণে। এনসিবি রিয়াকে গ্রেফতার করে। রিয়ার ভাই শৌভিককেও গ্রেফতার করা হয়। তাঁদের বাড়ি থেকে দেড় কিলো চরস উদ্ধার হয়। এর পর বহুবার জামিনের আবেদন করলেও তা খারিজ করে দেয় আদালত। অবশেষে আজ রিয়াকে জামিন দেওয়া হলেও রাখা হয়েছে একগুচ্ছ শর্ত।