টেলি-হেলথ নেটওয়ার্ক – ‘স্বাস্থ্য’

করোনাজনিত সমস্যায় সাহায্যের জন্য ১০০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক একযোগে চালু করলেন জাতীয়-স্তরের টেলিমেডিসিন প্লাটফর্ম – ‘স্বাস্থ্য’। এর মাধ্যমে ভারতের মানুষ ডিজিটালি যোগাযোগ করতে পারবেন সেরা চিকিৎসক ও ওয়েলনেস প্রোভাইডারদের সঙ্গে। বর্তমান কঠিন সময়ে টেলিমেডিসিনকে জাতীয় পর্যায়ে প্রাধান্য দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আহ্বান জানিয়েছেন তাতে সাড়া দিয়ে স্বাস্থ্য ও প্রযুক্তি ক্ষেত্রের অগ্রণীরা ‘স্বাস্থ্য’ চালু করেছেন। এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার ১.৩ বিলিয়ন মানুষ উপকৃত হবেন। কোভিড-১৯ প্যান্ডেমিকের কারণে প্রচলিত স্বাস্থ্য-পরিষেবা ব্যবস্থা যখন চ্যালেঞ্জের মুখে, ঠিক তখন ‘স্বাস্থ্য’ চালু হল। স্বাস্থ্য’র মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার পরামর্শ ছাড়াও পাওয়া যাবে হোম কোয়ারান্টাইনের সহায়তা, রোগনির্ণয়, ফার্মেসি, হসপিটাল বেড খুঁজে পাওয়া ও বুকিং-সহায়তা – সবই ভর্তুকি-সহ। স্বাস্থ্য প্লাটফর্মের চিকিৎসকগণ টেলি-কনসাল্টেশন ও কোভিড-১৯ সংক্রান্ত ক্লিনিক্যাল প্রোটোকলের ব্যাপারে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। বর্তমানে এই অ্যাপ হিন্দি, ইংরেজি ও গুজরাটি ভাষায় উপলব্ধ। এসিটি গ্র্যান্টস থেকে ১০ কোটি টাকা অনুদান পেয়েছে ‘স্বাস্থ্য’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *