ফ্লিপকার্ট আসন্ন ভউৎসবের মরশুমে্র জন্য শতাধিক ব্র্যান্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। এর ফলে দুই হাজারেরও বেশি ফ্যাশন স্টোর থেকে তাদের প্রোডাক্টের সম্ভার ফ্লিপকার্টের প্লাটফর্মে আনা যাবে গ্রাহকদের জন্য। এই পার্টনারশিপের ফলে দেশের তিন শতাধিক শহরে নিকটবর্তী পিনকোড এলাকাগুলির গ্রাহকদের পণ্যসামগ্রী নির্বাচনে সাহায্য করা ও ফ্লিপকার্টের সাপ্লাই চেইনের মাধ্যমে সেগুলি ডেলিভারি দেওয়া সম্ভ হবে। মেট্রো ও টিয়ার ২ শহরগুলিতে এই পার্টনারশিপ ফ্লিপকার্টের ২৫০ মিলিয়নেরও অধিক গ্রাহকদের অনলাইনে কেনাকাটা সহজ করে দেবে। ফ্লিপকার্ট এবছর উৎসব ও ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া দ্য বিগ বিলিয়ন ডেজ উপলক্ষে অগ্রণী ব্র্যান্ড ও বিক্রেতাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে সর্বাপেক্ষা বেশি ফ্যাশন সামগ্রী জোগাতে পারছে তাঁর গ্রাহকদের জন্য।