আজ সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন ফটোশ্যুটের একটি ছবি শেয়ার করেন পায়েল। কিন্তু সেই ছবির কমেন্টে নেটিজেনদের প্রশ্ন, ‘গেরুয়া রঙ কোথায় গেল?’ যদিও এই প্রশ্নের কোনও উত্তর দেননি অভিনেত্রী। কেবল জানিয়েছেন, এই ভিডিও তাঁর নতুন ফটোশ্যুটের ঝলক। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, হেরে গেলেও রাজনীতির পথেই হাঁটবেন। আর তাই তাঁকে রঙের কথা মনে করিয়ে দিলেন নেটিজেনরা!
আপাতত দার্জিলিং-এ নতুন ছবি ‘জতুগৃহ’-র শ্যুটিং- এ ব্যস্ত পায়েল। সপ্তাশ্ব বসুর পরিচালনায় এই ছবিতে পায়েল ছাড়াও রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও বনি সেনগুপ্ত। সূত্রের খবর, এই ছবিতে আগে কাজ করার কথা ছিল অনামিকা চক্রবর্তীর। কিন্তু পরবর্তীকালে তাঁর জায়গায় ছবিতে নেওয়া হয় পায়েল সরকারকে। আপাতত সেই ছবির কাজেই ব্যস্ত তিনি।
গত ২৫ ফেব্রুয়ারী জে পি নাড্ডার সভায় গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন পায়েল। সাক্ষাৎকারে এবিপি লাইভকে পায়েল জানিয়েছিলেন, ‘রাজনীতিতে যোগদান নিয়ে নাকি কথাবার্তা চলছিল অনেকদিন থেকেই। পায়েল বলছেন, ‘আমি সবসময়ই সাম্প্রতিক ঘটনার খবর রাখতে, সেইসব নিয়ে কথা বলতে ভালোবাসতাম। তবে সরাসরি রাজনীতিতে যোগদানের কথা ভাবিনি কখনও। সত্যি কথা বলতে এর আগে যোগদানের অফার পাইনি। যখন অফার পেলাম, মনে হল এটাই সঠিক সময়।’