গুয়াহাটি, অক্টোবর ২০২০: পূর্ব ও উত্তরপূর্ব ভারতের ঝাড়খন্ড, আসাম, ত্রিপুরা, মণিপুর, সিকিম ও নাগাল্যান্ডের কিছু অনুন্নত এলাকায় ডেয়ারি উন্নয়নের কাজে জড়িত রয়েছে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি)। পূর্ব ও উত্তরপূর্ব ভারতে ডেয়ারি কোঅপারেটিভগুলির বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নিয়েছে এনডিডিবি। এনডিডিবি-র চেয়ারম্যান দিলীপ রথ বলেছেন, পূর্ব ও উত্তরপূর্ব ভারতের যেসব এলাকায় কোঅপারেটিভ তৈরি হয়নি এবং যেসব এলাকায় চালু কোঅপারেটিভগুলির ক্ষমতা বৃদ্ধি প্রয়োজন সেইসব এলাকায় তারা সবরকম সাহায্য করবেন।
আসাম সরকারের অনুরোধে এনডিডিবি ওয়েস্ট আসাম কোঅপারেটিভ মিল্ক ইউনিয়নের (ওয়ামুল) পরিচালনার দায়িত্ত্ব নিয়ে ২০০৮ সালে সেখানকার ডেয়ারি প্ল্যান্ট ঢেলে সাজিয়ে ফের চালু করেছে। ‘ওয়ামুল’ দুগ্ধ সংগ্রহ ও বিপণনে এখনও তার বৃদ্ধি অব্যাহত রেখেছে। ঝাড়খন্ড মিল্ক ফেডারেশনের উন্নতি ঘটানর লক্ষ্যে ঝাড়খন্ডের ১৫টি জেলায় এনডিডিবি কাজ করছে। নাগাল্যান্ড স্টেট ডেয়ারি কোঅপারেটিভ ফেডারেশন লিমিটেড, মণিপুর মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেড ও ত্রিপুরার গোমতি কোঅপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেডের অনুরোধক্রমে সমীক্ষা চালিয়ে নাগাল্যান্ড, মণিপুর ও ত্রিপুরায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধির রূপরেখা তৈরি করেছে এনডিডিবি। সিকিম মিল্ক ইউনিয়ন উত্তরপূর্বাঞ্চলের সর্বাপেক্ষা আশাব্যঞ্জক মিল্ক ইউনিয়ন হিসেবে চিহ্নিত হয়েছে।