প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হিন্দি টেলিভিশনের প্রখ্যাত অভিনেতা

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হিন্দি টেলিভিশনের প্রখ্যাত অভিনেতা অনুজ সাক্সেনা (Anuj Saxena)। অভিনেতাকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশের (Mumbai Police) ইকোনমিক অফেন্সেস শাখা। ১৪১ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে অনুজের বিরুদ্ধে।

নয়ের দশকের শুরুতে টেলিভিশনের জগতে নিজের যাত্রা শুরু করেন অনুজ সাক্সেনা। দূরদর্শনের একাধিক ধারাবাহিকে অভিনয় করেন তিনি। কিন্তু জনপ্রিয়তা পান ২০০০ সালের শুরুতে সোনি টেলিভিশনে সম্প্রচারিত ‘কুসুম’ ধারাবাহিকে অভয় কাপুরের চরিত্রে অভিনয় করে। এরপর ধারাবাহিক ‘কুমকুম – এক প্যায়ারা সা বন্ধন’, ‘সারা আকাশ’, ‘রিশতো কি ডোর’ ধারাবাহিকেও অভিনয় করেছেন অনুজ। কিন্তু পরে ব্যবসায় মন দেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা

জানা গিয়েছে, একটি ফার্মাটিক্যাল কোম্পানির চিফ অপারেটিং অফিসার অনুজ সাক্সেনা। সেই কারণেই তাঁর বিরুদ্ধে ১৪১ কোটি টাকার অভিযোগ উঠেছে। অভিযোগ জানিয়েছেন কোম্পানির এক বিনিয়োগকারী। তাঁর কথা অনুযায়ী, ২০১২ সালে অনেকটা টাকা তিনি কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন। যার সময়সীমা ২০১৫ সালে পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু তা পূরণ হওয়ার পরও টাকা পাননি বলে অভিযোগ জানিয়েছেন ওই বিনিয়োগকারী। বারবার বলা সত্ত্বেও কোনও লাভ হয়নি। সেই কারণেই তিনি পুলিশের দ্বারস্থ হন বলে জানান।যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অনুজ সাক্সেনা। তাঁর দাবি তিনি ২০১৫ সালে ফার্মাটিক্যাল কোম্পানির চিফ অপারেটিং অফিসার হয়েছিলেন। ২০১৫ সালের আগের এই ১৪১ কোটি টাকার কথা তিনি একেবারেই জানতেন না বলে দাবি করেছেন অনুজ সাক্সেনা। যদিও অভিনেতাকে আদালতে তোলা হলে স্পেশ্যাল জাজ অভিজিৎ নান্দগাওকর জানান, চিফ অপারেটিং অফিসারের মতো গুরুত্বপূর্ণ পদ যখন অনুজ গ্রহণ করেছিলেন তখন নিশ্চয়ই এ বিষয়ে কিছু তো জানতেন তিনি। তাই আপাতত ইকোনমিক অফেন্সেস শাখার হেফাজতেই অনুজ সাক্সেনাকে রেখে জেরা করার নির্দেশ দেন তিনি।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *