মরে বেঁচে গেলেন চেক রিপাবলিকান চিত্র পরিচালক জিরি মেন্জেল। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল।মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮২।চেক রিপাবলিক সিনেমার নিউ ওয়েভ সিনেমার পথিকৃৎ হিসেবেই পরিচিত ছিলেন তিনি ৷ তাঁর সিনেমার ভাষায় বরাবরই উঠে এসেছে সাধারণ দিন যাপন ৷ যার মধ্যে দিয়ে বার বার বেঁচে থাকার বড় গল্প বলে গিয়েছেন জিরি মেঞ্জেল ৷
১৯৬৮ সালে সেরা বিদেশি ছবি ‘ক্লোসলি ওয়াচড ট্রেন’-এর জন্য অস্কার পেয়েছিলেন জিরি ৷ এই ছবি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে প্রেক্ষাপট বানিয়ে তৈরি হয়েছিল ৷