ফালতু বিষয়ে নষ্ট করার মতো সময় নেই- ‘হু’ প্রধান

করোনা নিয়ে বিশ্বজুড়ে লড়াইয়ের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’কে আর্থিক অনুদান দেওয়া বন্ধের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আমেরিকা হু-কে আর কোনো অনুদান দেবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাল্টা জানিয়ে দিল, ওই সব ফালতু বিষয়ে সময় নষ্ট করার মতো পরিস্থিতি এখন নয়৷ আপাতত একটাই উদ্দেশ্য, করোনা ভাইরাসের মহামারী থেকে বিশ্ববাসীকে উদ্ধার করা৷

‘হু’ প্রধান তেদ্রোস আধানম গেব্রেসুস ট্যুইটারে লেখেন, ‘ফালতু বিষয়ে নষ্ট করার মতো সময় নেই৷ হু-এর এখন একটাই ফোকাস, মানুষের জীবন বাঁচানো ও COVID-19 মহামারি থামানো’৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *