দেশের আরও গভীরে তাদের প্রবেশের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড ও অন্যান্য ফিনান্সিয়াল প্রোডাক্টসের ডিস্ট্রিবিউটরদের সাহায্য করে ফিনটেক স্টার্ট-আপ নিবেশ-ডট-কম। এটি একটি মোবাইল-ফার্স্ট ডিজিটাল প্লাটফর্ম। ডিস্ট্রিবিউটরদের ব্যবসা বৃদ্ধি করতে ও নতুন গ্রাহক আনতে সক্ষমতা প্রদান করে এই প্লাটফর্ম। আইএএন ফান্ড থেকে ১.৬ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে নিবেশ। এই রাউন্ডে অংশ নিয়েছিলেন অন্যান্য কো-ইনভেস্টর যেমন ইন্ডিয়ান অ্যাঞ্জেল নেটওয়ার্কের অ্যাঞ্জেল ইনভেস্টর্স, এলভি অ্যাঞ্জেল ফান্ড ও অন্যান্য অ্যাঞ্জেল ইনভেস্টরগণও।
নতুন সংগৃহিত ক্যাপিটাল ব্যবহৃত হবে ইন্স্যুরেন্স ও লেন্ডিং প্রোডাক্টস-সহ প্রোডাক্ট পোর্টফোলিয়ো সম্প্রসারনের কাজে এবং পার্টনার ও কাস্টমারদের জন্য আরও বেশি ইনভেস্টমেন্ট প্রোডাক্ট নিয়ে আসার জন্য। নিবেশের প্রসারনের ক্ষেত্রে জোর দেওয়া হবে অটোমেশনের মাধ্যমে টেকনোলজির উন্নয়নে, যেখানে গ্রাহকদের প্রয়োজন অনুসারে সঠিক প্রোডাক্টস নির্বাচনের ব্যাপারে পরামর্শ দেওয়া হবে।
এলভি অ্যাঞ্জেল ফান্ড, উইন্ডরোজ ক্যাপিটাল নিয়ন্ত্রিত নেক্সট বিলিয়ন ফান্ড এবং বিবেক খারে, বাসব প্রধান, রাহুল গুপ্তা ও সন্দীপ শ্রফের মতো বিশিষ্ট অ্যাঞ্জেল ইনভেস্টরদের নিকট থেকে ইতিপূর্বেও ফান্ড সংগ্রহ করেছে নিবেশ। ২০২০ সালে নিবেশ বিশ্বের সেরা ১০০টি ওয়েলথটেক কোম্পানির বার্ষিক তালিকা ‘ওয়েলথটেক১০০’ তালিকাভুক্ত হয়। ওয়েলথটেক১০০-এর নির্বাচকমন্ডলীতে থাকেন ইন্ডাস্ট্রি এক্সপার্টস ও অ্যানালিস্টস।