তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে দেখা করার পর থেকে সমালোচনার মুখে আমিরখান । এবার মিস্টার পারফেকশনিস্টকে নিশানা করল বিশ্ব হিন্দু পরিষদ। তাঁদের প্রশ্ন, কাশ্মীর নিয়ে তুরস্কের মন্তব্যে চুপ কেন আমির খান? তাহলে কি তিনি এই মন্তব্যের সমর্থন করেন?বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনশল আমিরকে নিশানা করে বৃহস্পতিবার ট্যুইট করেন, ” দিন কয়েক আগে আমির খান তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদেগানের সঙ্গে দেখা করেন। এটাকে মত প্রকাশ্যের স্বাধীনতা বলে সমর্থন করেছিলেন একদল ভারতীয়। তাঁরা আজ চুপ কেন? কাশ্মীর নিয়ে তুরস্কের মন্তব্যে আমির খান কেন কিছু বলছেন না?”
পরিষদের মুখপাত্র বিনোদ বনশল আমিরের চুপ থাকাকে ‘ভারতবিরোধী কার্যকলাপের’ সঙ্গে তুলনা করেছেন। তিনি কটাক্ষ করেন, ‘আমির ও তাঁর স্ত্রী তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে দেখা করে ভীষণ খুশি হয়েছিলেন। তাঁর স্বামীর ভারত বিরোধী কার্যকলাপ দেখে আজ তাঁর কেমন লাগছে বলুন?’ যদিও এই বিষয়ে কোনও প্রতিক্ষিয়া দেন নি আমির খান।