বিতর্কের ঝড় উঠেছে তুঙ্গে। স্বাধীনচেতা অভিনেত্রী সমাজের চোখ রাঙানিকে পরোয়া করেন না কোনওদিনই। তাই তার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক থামার নাম নেই। একজন জন প্রতিনিধি হিসেবে অনৈতিক কাজ করছেনে নুসরত জাহান। সংসদে নিজের বিয়ে নিয়ে ভুল তথ্য দিয়েছেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। এবার নুসরাতের বিরুদ্ধে এথিকস কমিটির তদন্ত চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখলেন উত্তরপ্রদেশের বদায়ুনের বিজেপি সাংসদ সংঙ্ঘমিত্রা মৌর্য। সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করেছেন তিনি। আর তাই বসিরহাটের সাংসদের বিরুদ্ধে এথিকস কমিটির তদন্ত হোক। এই বেআইনি কার্যকলাপ নিয়ে যেন কঠোর ব্যবস্থা নেন।
প্রসঙ্গত, লোকসভার প্রোফাইলে নসরতের স্বামী হিসেবে নিখিল জৈনের নাম উল্লেখ করা রয়েছে। তবে কয়েকদিন আগে নুসরত দাবি করেন তিনি বিবাহিত নয়। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়। সেই বিতর্ক রাজনৈতিক আঙিনাতেও ছড়িয়ে পড়ে। শপথগ্রহণের সময় নিজের নাম নুসরত জাহান রুহি জৈন বলে উল্লেখ করেছিলেন তৃণমূল সাংসদ।