অভিনেতা মনোজ বাজপেয়ীর সঙ্গে একেবারে নয়া পরিকল্পনায় পরিচালক অনুভব সিনহা তৈরি করলেন ‘বাম্বাই মে কা বা’ ভোজপুরী র্যাপ। গানটি মুক্তি পেল বুধবার। গানের ভিডিয়োটির এর পরই একেবারে অন্য লুকে মনোজ বাজপেয়ীর এনট্রি। মুম্বই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে একটি চেয়ারে বসে র্যাপ করছেন মনোজ।
গানের কথায় শুরুতেই পরিযায়ী শ্রমিকদের রোজকার জীবনযুদ্ধ ও খাবার-বাসস্থানের জন্য হাহাকারের নানা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। নিজেদের গ্রাম, পরিবারকে ছেড়ে নতুন ও বড় শহর মুম্বইতে এসে যাঁরা রুজি রোজগার করেন তাঁদেরকে উৎসর্গ করেই এই গান তৈরি করা হয়েছে। গানের কথায় ফুটে উঠেছে রুটি-রুজির টানে কীভাবে পরিযায়ীরা নিজেদের প্রাণের সব কিছু ছেড়ে একেবারে অন্য অচেনা শহরে দিনের পর দিন কাটান সেই যন্ত্রণার কথা।