মাইন্ড ওয়ার্স: ভারতের বৃহত্তম জিকে ওলিম্পিয়াড

মাইন্ড ওয়ার্স – জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেজ লিমিটেড (জিল) পরিচালিত ভারতের এই বৃহত্তম জিকে ওলিম্পিয়াড সমাপ্ত হয়েছে গত ৭ ফেব্রুয়ারি। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের স্কুলগুলি থেকে বহু শিক্ষার্থী অংশ নিয়েছিল মাইন্ড ওয়ার্স মোবাইল অ্যাপ্লিকেশনের অসংখ্য জিকে টেস্টে। ‘ন্যাশনাল মেরিট লিস্টে’ সুযোগ পাওয়ার অর্থ সর্বোচ্চ জয়। এর দ্বারা তারা নিজেদের ‘চ্যাম্পিয়নস অফ টুমরো’ হিসেবে প্রমাণ করতে সমর্থ হয়। এই চ্যালেঞ্জিং কম্পিটিশনে দেশের নানা প্রান্ত থেকে বহু শিক্ষার্থী যোগ দিয়ে জয়ের পথে এগিয়ে গেছে। ন্যাশনাল মেরিট লিস্টে অন্তর্ভুক্তির ফলে ১ কোটি টাকা পর্যন্ত পুরস্কার পাওয়া যাবে এবং প্রত্যেক গ্রেড টপার জিতে নেবে ১ লক্ষ টাকা নগদ পুরস্কার। সঙ্গে মেরিট সার্টিফিকেটও থাকবে। জি এন্টারটেনমেন্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট উমেশ কে বনসাল জানান, মাইন্ড ওয়ার্স ওলিম্পিয়াড এমনভাবে রচনা করা হয়েছে যে তা যেন প্রত্যেক শিক্ষার্থীকে ‘টাইম প্রোডাক্টিভিটি’ সঠিকভাবে ব্যবহার করতে এবং জীবনে ‘বেটার পারফর্মার’ হয়ে উঠতে উৎসাহ জোগাতে পারে। উল্লেখ্য, মাইন্ড ওয়ার্স ওলিম্পিয়াড শিক্ষার্থীদের উৎসাহিত করে জেনারেল নলেজ চর্চার মাধ্যমে তাদের সময়ের সদ্ব্যবহার করতে এবং প্রতিযোগিতা ও উৎকর্ষতার মানসিকতা গড়ে তুলতে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *