মারুতি সুজুকি অল্টো’র জয়যাত্রা

মারুতি সুজুকি অল্টো ৪০ লক্ষ ইউনিটের বিক্রয়-সীমা অতিক্রম করল। ভারতের সর্বাধিক–বিক্রিত গাড়ির শিরোপা-প্রাপ্ত অল্টো এই মাইলস্টোন অর্জন করতে পারত না, তার মূল্যবান গ্রাহকদের বিশ্বাস ও আস্থা ব্যতিরেকে। ভারতে ৭৬% অল্টো গ্রাহক এই গাড়িকে তাদের প্রথম-গাড়ি হিসেবে আপন করে নিয়েছেন। ২০০০ থেকে জনপ্রিয়তা ও আস্থা সঙ্গে নিয়ে মারুতি সুজুকি অল্টো হয়ে উঠেছে বিভিন অঞ্চলের মানুষের পারিবারিক সদস্য। সময়োচিত আপগ্রেড ও নতুন প্রযুক্তি আনয়নের দ্বারা অল্টো তার পরম্পরা আরও মজবুত করেছে। পরপর ১৬ বছর ধরে ৪০ লক্ষেরও বেশি ভারতীয় পরিবারে গতি সঞ্চার করে ব্র্যান্ড অল্টো ভারতের কার মার্কেটে তার অগ্রণী অবস্থান স্থায়ী করে ফেলেছে। মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস), শশাঙ্ক শ্রীবাস্তব গর্বের সঙ্গে জানান, ৪০ লক্ষ বিক্রয়ের একটি উল্লেখযোগ্য মাইলস্টোন তারা অর্জন করেছেন। ১৬ বছর ধরে অল্টো ভারতে ১ নম্বর সেলিং কার-এর মর্যাদা পেয়ে আসছে, যা এমন এক সেলস রেকর্ড যা এর আগে কোনও ভারতীয় কার অর্জন করতে পারেনি।

অল-নিউ অল্টো ভারতীয় গ্রাহকদের কাছে এক অপ্রতিরোধ্য আকর্ষণীয় গাড়ি হয়ে ওঠার প্রেক্ষাপটে রয়েছে ‘কম্প্যাক্ট মডার্ন ডিজাইনে’র ‘ইউনিক ব্লেন্ড’, ইজি ম্যান্যুভ্রাবিলিটি, হাই ফুয়েল এফিসিয়েন্সি, আপগ্রেডেড সেফটি ও কমফর্ট ফিচার্স। অল্টো’র ‘কনভেনিয়েন্ট ফাংশনাল অ্যাস্পেক্ট’, স্টাইলিশ লুকস এবং মারুতি সুজুকি’র ভরসার ভিত্তিতে অল্টো হল ভারতের বিএস৬ বিধি-অনুসারী প্রথম এন্ট্রি-লেভেল কার। এই গাড়ি পেট্রোলে ২২.০৫ কিমি/লিটার ও সিএনজি’তে ৩১.৫৬ কিমি/কেজি ফুয়েল এফিসিয়েন্সি দিতে সক্ষম। 

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *