উত্তরপূর্বাঞ্চলে প্রসারণের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে ভারতের অগ্রণী ফিনটেক কোম্পানি ভারতপে তার ফিনান্সিয়াল সার্ভিস প্রসারিত করল গুয়াহাটিতে। কোম্পানির লক্ষ্য হল গ্রোসারি, ফুড, রেস্টুর্যান্ট, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান, ফার্মেসি ও অ্যামিউজমেন্ট পার্ক-সহ বিভিন্ন ক্যাটাগরির ৫০ হাজারেরও বেশি মার্চেন্টের সঙ্গে যুক্ত হওয়া।
আগামীদিনে গুয়াহাটিতে ভারতপে তাদের মার্চেন্ট পার্টনারদের জন্য মার্চেন্ট লোন চালু করবে। গুয়াহাটিতে কোম্পানির অফিসের ঠিকানা – জু নারেঙ্গি রোড, গুয়াহাটি। আগামী একবছরে পূর্বভারতে ৫ লক্ষ মার্চেন্টের একটি মার্চেন্ট বেস গড়ে তুলবে ভারতপে।
শিলিগুড়ি-সহ উত্তরপূর্বাঞ্চলে ২০২১-এর শেষাবধি ১ লক্ষ আউটলেটের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনাও রয়েছে। ৭৫টির অধিক শহরে ভারতপে-র নেটওয়ার্কে ৬ মিলিয়নেরও বেশি মার্চেন্ট রয়েছেন। ভারতপে চায় মার্চেন্টদের কাছে একটি ডিজিটাল ব্যাংক হয়ে উঠতে, যা সবধরণের ‘মার্চেন্ট নীড’ ও ‘লেন্ডিং বিজনেস’-এর ওয়ান-স্টপ ডেস্টিনেশন হিসেবে কাজ করতে পারবে এবং অন্যতম মুখ্য ভূমিকা নিতে পারবে। প্রসারণের এই ঘোষণা কোম্পানির প্রসারণ পরিকল্পনার একটি অঙ্গবিশেষ। দেশের স্মল মার্চেন্টদের কাছে পছন্দের ফিনান্সিয়াল সার্ভিসেস পার্টনার হওয়ার দিকে দৃষ্টি রেখে এই উদ্যোগ।