বেঁচে থাকলে আজ ৩৫-এ পা দিতেন সুশান্ত সিং রাজপুত। মাত্র ৩৪ বছরেই ইতি হয় বলিউডের এই প্রতিভাবান শিল্পীর উজ্জ্বল কেরিয়ার। পাটনার ছেলে সুশান্ত ২০০৮ সালে স্টার প্লাসের ধারাবাহিক কিস দেশ মে হ্যায় মেরা দিলের সঙ্গে অভিনয় শুরু করেন।
সুশান্তের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল একতা কাপুরের এই ধারাবাহি পবিত্র রিসতা। প্রথমবার লিড রোলে দর্শক তাকে দেখেছে। ডেব্যিউ ছবি ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত কাই পো ছে। আর পিছনে ফিরতে হয়নি সুশান্তকে। সুশান্তের কেরিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট নিঃসন্দেহে ২০১৬ সালে মুক্তি পাওয়া এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি।
‘শুদ্ধ দেশি রোম্যান্স’, ‘পিকে’-র পরে দিবাকর বন্দ্যোপাধ্যায় ধুতি পরিয়ে বাঙালি ডিটেকটিভ ব্যোমকেশ বক্সীরূপে হাজির করলেন সুশান্তকে।
অভিনেতার শেষ বক্স অফিস রিলিজ দিল বেচারা। গত বছরের ১৪ জুন দিনটা সুশান্ত ভক্তদের জন্য তথা বলিউডের জন্য একটা কালো দিন। মৃত্যুর পর আজ সুশান্তের প্রথম জন্মবার্ষিকী। গত বছর অভিনেতার আকস্মিক মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে।