করোনাভাইরাসের ‘মৃত্যুপুরী’ ইতালিতে অবরুদ্ধ মানুষের জন্য ফ্রিতে প্রিমিয়াম পর্ন দেখার সুবিধা চালু করেছিল বিশ্বখ্যাত অ্যাডাল্ট কন্টেন্ট ওয়েবসাইট ‘পর্নহাব’। দেশটির জনগণের জন্য আগামী ৩ এপ্রিল পর্যন্ত ‘ফ্রি সাবস্ক্রিপশন’ সুবিধা দিয়েছে জনপ্রিয় এই পর্নসাইটটি। এবার করোনায় ‘লক ডাউন’ হয়ে যাওয়া অনন্য দেশের জন্যও একই সুবিধা ঘোষণা করেছে পর্নসাইটটি।
ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, ৯ই মার্চ থেকে অধিক পরিমাণে ইতালীয় ব্যবহারকারীরা ওয়েবসাইট ভিজিট করেছে। বিনামূল্যে প্রবেশাধিকার ঘোষণা করার পর থেকে পর্নহাবে ১৪ শতাংশ ইতালিয়ান ব্যবহারকারী বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিশ্বব্যাপী তাদের ভিজিটর বৃদ্ধি পেয়েছে ১১ দশমিক ৭ শতাংশ।
বিশ্বের বিভিন্ন দেশ করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ‘লক ডাউন’ ঘোষণা করছে। ফলে বিশ্বের অনেক দেশের মানুষই ঘরবন্দি হয়ে পড়েছে। মহামারি করোনায় ঘরবন্দি এসব মানুষকে বিনোদন দিতে বো মনোবল বাড়াতে পর্নহাব এমন অদ্ভুত অফার জারি করেছে। বিশ্বের যেখানেই ‘লক ডাউন’ ঘোষণা করা হবে, পর্নহাব সেখানেই একই অফার দেবে বলে ওয়েবসাইটটি জানিয়েছে।