শিলিগুড়িতে নোভা আইভিএফ-এর নতুন সেন্টার

ভারতের অগ্রণী আইভিএফ চেইন নোভা আইভিএফ ফার্টিলিটি তার নতুন আইভিএফ সেন্টার খুলল শিলিগুড়িতে। সুনামের সঙ্গে ১০ বছর কাটিয়ে নোভা আইভিএফ পূর্বভারতে নিয়ে এসেছে সর্বাধুনিক ফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা। নতুন সেন্টারের পিছনে রয়েছে যোগ্যতাসম্পন্ন আইভিএফ স্পেশালিস্ট, প্রশিক্ষিত এমব্রায়োলজিস্ট, গ্লোবাল স্ট্যান্ডার্ড ও প্রোটোকল, আধুনিক এমব্রায়োলজি ল্যাব ও ফার্টিলিটি সংক্রান্ত সমস্যা সমাধানের যাবতীয় ব্যবস্থা। নোভা আইভিএফ-এর এমব্রায়োলজিস্টরা এমব্রায়োর ‘আসেবির’ গ্রেডিং সিস্টেমে প্রশিক্ষিত, যাতে তারা সাফল্যের সঙ্গে এমব্রায়ো ট্রান্সফার করতে ও প্রেগন্যান্সি বিষয়ক সমস্যা মেটাতে পারেন। এইসব কারণে নোভা আইভিএফ সেন্টারে মিসক্যারেজের সংখ্যা খুব কম। 

নোভা আইভিএফ ফার্টিলিটি-র সিইও শোভিত আগরওয়াল জানান, দেশের অন্যান্য স্থানের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে তারা পূর্বভারতে পদক্ষেপ করেছেন। এই অঞ্চলে উচ্চমানের আইভিএফ-এর চাহিদা রয়েছে এবং অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা নোভা আইভিএফ সেই চাহিদা মেটাতে সক্ষম।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *