বহু প্রতিক্ষার পর অবশেষে দর্শকদের সামনে এল বহু প্রতীক্ষিত ছবি। কিংবদন্তীর সম্মানে এই প্রথমবার ওটিটি প্লাটফর্মে আসছে তার ছবি। কিংবদন্তী সত্যজিৎ রায়ের শতবর্ষে পূর্তির সম্মানে এই ছবি। সত্যজিৎ রায় ৪টি ছোটগল্প অবলম্বনে তৈরি এই ছবি। প্রতীক্ষার অবসান ঘটিয়ে নেটফ্লিক্সে মুক্তি পেল ‘রে’এর ট্রেলার। অ্যান্থ্রোলজি সিরিজ ‘রে’। অহঙ্কার, প্রতিশোধ, হিংসা এবং বিশ্বাসঘাতকতা চার ভিন্ন ধরনের অনুভূতির সমীকরণের চারটি ক্লাসিক গল্প নিয়ে তৈরি ‘রে’। আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির পাবে এই ছবি। পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিষেক চৌবে, সৃজিত মুখোপাধ্য়ায় এবং ভাষাণ বালা।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী, আলী ফজল, হর্ষবর্ধন কাপুর, কে কে মেনন, রাধিকা মদন, গজরাও রাও, শ্বেতা বসু প্রসাদ, অনিন্দিতা বোস, বিদিতা বাগ, দিব্যেন্দু ভট্টাচার্য, হর্ষবর্ধন কাপুর, চন্দন রায় সান্যাল, আকাঙ্খা রঞ্জন কাপুর প্রমুখ। ছবিতে রয়েছে চারটি পর্ব।
প্রথম প প্রতীক্ষার অবসান ঘটিয়ে নেটফ্লিক্সে মুক্তি পেল ‘রে’এর ট্রেলার। কিংবদন্তী সত্যজিৎ রায়ের শতবর্ষে পূর্তির সম্মানে নেটফ্লিক্স আনছে ‘রে’। সত্যজিৎ রায় ৪টি ছোটগল্প অবলম্বনে তৈরি এই ছবি। অ্যান্থ্রোলজি সিরিজ ‘রে’। অহঙ্কার, প্রতিশোধ, হিংসা এবং বিশ্বাসঘাতকতা চার ভিন্ন ধরনের অনুভূতির সমীকরণের চারটি ক্লাসিক গল্প নিয়ে তৈরি ‘রে’। আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির পাবে এই ছবি। পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিষেক চৌবে, সৃজিত মুখোপাধ্য়ায় এবং ভাষাণ বালা।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী, আলী ফজল, হর্ষবর্ধন কাপুর, কে কে মেনন, রাধিকা মদন, গজরাও রাও, শ্বেতা বসু প্রসাদ, অনিন্দিতা বোস, বিদিতা বাগ, দিব্যেন্দু ভট্টাচার্য, হর্ষবর্ধন কাপুর, চন্দন রায় সান্যাল, আকাঙ্খা রঞ্জন কাপুর প্রমুখ। ছবিতে রয়েছে চারটি পর্ব।
প্রথম পর্বের নাম ‘হাঙ্গামা হ্যায় কিউ বরপা’। মুসাফির আলি, ‘গোপন অতীতের জনপ্রিয় গজল গায়িকা’ এবং ‘একজন কুস্তিগীর-ক্রীড়াবিদ সাংবাদিকে পরিণত হওয়ার গল্প’ নিয়ে তৈরি। একসঙ্গে ট্রেনে যাত্রা করার সময় তাঁদের পরিচয় হয়। পর্বটি পরিচালনা করেছেন অভিষেক চৌবে এবং অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী ও গজরাজ রাও।
দ্বিতীয় পর্ব পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। ‘ফরগেট মি নট’ থ্রিলার গল্প। আলি ফজল ও শ্বেতা বসুর অভিনয়ে এটি অন্যমাত্রা পেয়েছে।
তৃতীয় পর্বেরও পরিচালনার দায়িত্বে পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়। নাম ‘বহুরূপী’। অভিনয়ে কেকে মেনন এবং বিদিতা বাগ। এটা ইন্দ্রাশীষ শাহ নামে এক মেক আপ আর্টিস্টের জীবনের গল্প ঘিরে। যে নিজের অপছন্দের প্রফেশনে আটকে আছে। ব্যর্থ সম্পর্কে এবং ঘোরালো জীবনে আটকে সে।
আর শেষ পর্ব ভাষাণ বালা পরিচালিত ‘স্পট লাইট’। এই পর্বে অভিনয় করেছেন হর্ষবর্ধন কাপুর। সব মিলিয়ে টান টান উত্তেজনা, রহস্য, প্রেম, ভালোবাসা, বাস্তব- সব নিয়েই আসছে ‘রে’।