সাফল্যের চূড়ায় পৌঁছিয়েও নিজের শিকড় ভুলে যাননি মনোজ বাজপেয়ী। মা-বাবা তাঁর কাছে ঈশ্বর সমান। আর তাই তো বাবার অসুস্থার খবর পেয়েই সব ছেড়ে ছুটলেন গ্রামের বাড়িতে। বিহারের বেতিহা জেলার বেলওয়া গ্রামে থাকেন মনোজ বাজপেয়ীর বাবা। হঠাত্ করেই অসুস্থ হয়ে পড়েন তাঁর বাবা। খবর পাওয়া মাত্র
মনোজ বাজপেয়ীর স্ত্রী ও মেয়েও তাঁর সঙ্গে গেলেন পৈত্রিক ভিঁটেতে। ঈশ্বরের কৃপায় বাবার শরীর আগের থেকে ভালো। আমার ভাই ওঁর খুব খেয়াল রাখেন। বার বার একটাই কথা মনে হয়… যদি আরও একটু বেশি সময় বাবার সঙ্গে কাটাতি পারি।’
মা-বাবার সঙ্গে সম্পর্ক কেমন মনোজ বাজপেয়ীর? এই প্রশ্ন তাঁকে করা হলে মনোজের সোজাসাপটা উত্তর, ‘মা-বাবা দু’জনেরই খুব আদরের ছেলে আমি। ওঁদের প্রিয় অভিনেতা মনোজ কুমারের নামেই আমার নাম রেখেছিলেন। আমাদের ভাইবোনদের প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্যেও বাবাকে কঠিন পরিশ্রম করতে হয়েছিল। ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতাম। আর এই স্বপ্নপূরণে বাবা আমার পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন। সেই কারণেইতো বেতিহার এক প্রত্যন্ত গ্রামের ছেলে ফিল্ম জগতে নাম করার স্বপ্ন দেখেছিল।’