সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় বিচার চেয়ে পথে নেমেছিলেন টলিউডের একাংশ। কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে অঙ্কুশ, ঐন্দ্রিলা পর্যন্ত, প্রত্যেকেই।
বাদ যাননি শ্রীলেখা মিত্রও। সম্প্রতি ‘মি-টু’র অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগে তোলপাড় হচ্ছে সিনেজগৎ। তিনি জানিয়েছেন অন্ধকারে তাঁকে অশালীন ভাবে ছুঁতে চেষ্টা করেছিলেন পরিচালক রঞ্জিত। সংবাদ মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান ছিলেন রঞ্জিত। এই ঘটনার পর তাঁকে পদত্যাগ করার দাবি জানানোর পরেই নিজের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন তিনি। এরপরই শ্রীলেখা ফেসবুক লেখেন ‘কিছুদিনের জন্য আনইন্সটল করছি ফেসবুকটা। আমার একটু ছুটির প্রয়োজন। তাই আমায় যোগাযোগ না করার চেষ্টা করাই ভালো।’