সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সিবিআই তদন্তের জন্য সুপারিশ করল বিহার সরকার৷ সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিং রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে এই আবেদন করেছিলেন৷বর্তমানে সুশান্তের মৃত্যুর তদন্ত করছে মুম্বই পুলিশ৷ কিন্তু মুম্বই পুলিশের হাত থেকে মূল তদন্তের দায়িত্ব সিবিআই-কে দেওয়ার জন্য নীতীশ কুমারের কাছে অনুরোধ করেছিলেন প্রয়াত অভিনেতার পারিবারিক আইনজীবী৷
শনিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছিলেন, সুশান্তের বাবা রাজ্য সরকারকে সিবিআই তদন্তের অনুরোধ করলেই তার জন্য সুপারিশ করা হবে৷ মঙ্গলবারই নিজেদের আইনজীবী মারফত বিহার সরকারের কাছে সিবিআই তদন্তের আবেদন জানায় সুশান্তের পরিবার৷
সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং গত মাসে বিহার পুলিশের কাছে রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের সদস্য এবং আরও ৬ জনের বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া এবং প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন৷ সুশান্তের বাবার অভিযোগ, রিয়া চক্রবর্তী নিজের কেরিয়ার গড়ে তোলার জন্য সুশান্তকে ব্যবহার করেছেন৷