সুশান্ত রাজপুতের মৃত্যু রহস্য খুব দ্রুত প্রকাশ্যে আনুক সিবিআই।এমনটাই দাবি করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। গত কয়েকমাস আগে টা নিয়ে প্রচুর রহস্য উদ্ঘাটিত হয়েছে।সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন, না খুন হয়েছেন? আর বিলম্ব না করে এবার জানিয়ে দিক সিবিআই। রবিবার এই দাবি করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় সুশান্তকে। তারপর আত্মহত্যা না খুন, এই বিতর্কে কেঁপে যায় কাশ্মীর থেকে কন্যাকুমারী। বান্ধবী রিয়া চক্রবর্তী সহ সন্দেহের আঙুল ওঠে বিভিন্ন ব্যক্তির নামে। দেশের সীমানা পেরিয়ে ইউরোপ এবং আমেরিকাতেও ঝড় ওঠে নায়কের অকস্মাৎ মৃত্যুতে। খবরের প্রাইম টাইম দখল করে রাখত এই একটাই খবর।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেন,”মহারাষ্ট্র ও দেশের মানুষ জানতে চায় সুশান্ত মামলার তদন্ত কী হল। মানুষ আমাকে জিজ্ঞেস করে মামলার অবস্থা কী? কোনও উত্তর দিতে পারি না। তাই সিবিআইয়ের কাছে আমার বিনীত অনুরোধ এটি আত্মহত্যা না হত্যা তা দয়া করে প্রকাশ করুন।’ ১