স্মাইল ট্রেনের সঙ্গে মউয়ের মেয়াদ বৃদ্ধি

স্মাইল ট্রেন ইন্ডিয়ার ও পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মধ্যে স্বাক্ষরিত এক সহযোগিতামূলক চুক্তির ফলে ২০১৩ সাল থেকে ৩০০০-এরও বেশি কাটাঠোঁট নিয়ে জন্মানো ছেলেমেয়ে বিনামূল্যে সার্জারির সুযোগ পেয়ে উপকৃত হয়েছে। আবার একটি একটি মউ স্বাক্ষরের ফলে উভয়ের সহযোগিতার মেয়াদ ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি পেলো। তিনবছর মেয়াদী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কাটাঠোঁট যুক্ত ছেলেমেয়েদের সনাক্ত করবে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম মোবাইল হেলথ টিম। বিভিন্ন সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে তাদের চিহ্নিতকরণের পর তাদের নাম পাঠানো হবে ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের (ডেপুটি সিএমওএইচ III) কাছে। ডিস্ট্রিক্ট নোডাল অফিসার তাদের পাঠাবেন নিকটবর্তী স্মাইল ট্রেন ইন্ডিয়া পার্টনার হসপিটালে, যেখানে বিনামূল্যে তাদের কাটাঠোঁটের সার্জারি হবে ও সার্জারি-পরবর্তী পরিষেবা দেওয়া হবে। 

স্মাইল ট্রেন ইন্ডিয়া এনজিওর সঙ্গে তাদের সম্পর্ক প্রথম থেকেই সফল হয়েছে, একথা জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ‘ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস’ ডাঃ অজয় চক্রবর্তী বলেন, ২০১৩ সাল থেকে এপর্যন্ত কাটাঠোঁট নিয়ে জন্মগ্রহণ করা ৩ হাজারেরও বেশি ছেলেমেয়েকে বিনামূল্যে নিরাপদ চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তী তিনবছরে তারা একযোগে কাজের মাধ্যমে আরও অনেক কাটাঠোঁটযুক্ত ছেলেমেয়ের উপকারে আসতে পারবেন বলে আশাপ্রকাশ করেন।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *