হার্পিক মিশন পানির বৃহত্তম ওয়াটারথন

ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে হার্পিক মিশন পানির উদ্যোগে দেশের ওয়াটার হিরোদের সম্মানে অনুষ্ঠিত হল প্রথম ওয়াটারথন। ৮-ঘন্টাব্যাপী এই ওয়াটারথন একত্রিত করতে পেরেছিল সমাজের সর্বক্ষেত্রের অগ্রণী নীতি নির্ধারক ও সেলিব্রিটিদের, সামরিক বাহিনী ও কর্পোরেটদের।

তারা সকলেই স্বাস্থ্যবিধি ও সংরক্ষণের জন্য জলের গুরুত্বের উপরে জোর দিয়েছেন। ভারতের বৃহত্তম ওয়াটারথনে ছিল চিন্তার খোরাক জোগানো ও সমাধানের উপায় সম্বলিত জল সংরক্ষণ বিষয়ক একগুচ্ছ বিষয়। হার্পিক মিশন পানি হাত মিলিয়েছে ডব্লিউডব্লিউএফ-ইন্ডিয়া ও স্বরোভস্কি ওয়াটারস্কুলের সঙ্গে।

এর উদ্দেশ্য হল ওয়াটারস্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির মাধ্যমে জল সংরক্ষণের ব্যাপারে ছোটদের মধ্যে অভ্যাস গড়ে তোলা। লক্ষ্মণ নরসিংহন (গ্লোবাল সিইও, রেকিট বেনকাইজার গ্রুপ), হ্যারল্ড ভ্যান্ডেন ব্রোয়েক (প্রেসিডেন্ট, আরবি হাইজিন), অভিনেতা ও মিশন পানি অ্যাম্বাসাডর অক্ষয় কুমার, নরসিংহন ঈশ্বর (সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, সাউথ এশিয়া, আরবি হাইজিন) ও সুখলীন আনেজা (সিএমও অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর, আরবি হাইজিন, সাউথ এশিয়া) ওয়াটারথন আয়োজনের মূল উদ্দেশ্য তুলে ধরেন।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *