টলিউডের একজন দক্ষ অভিনেত্রী ও একজন দক্ষ পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়। চূর্ণী সব সময়ই একটু অন্যরকম মানুষ। পরিণত মন ও চিন্তার পরিচয় আরও একবার দিতে চলেছেন তিনি। দিল্লির এইমস-এ ভারতে তৈরি করোনার প্রতিষেধক কোভ্যাকসিন-এর মানব দেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে ৷ নাম নথিভুক্তিকরণ শুরু হওয়ার পর প্রথম ১০ ঘণ্টায় অন্তত ১০০০ জন রেজিস্ট্রেশন করিয়েছেন ৷ কোভ্যাকসিন-এর প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালের জন্য ICMR এইমস-সহ ১২টি চিকিৎসা প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে। এবার এই ভ্যাকসিন ট্রায়ালের জন্য স্বেচ্ছা সেবক হিসেবে যোগ দিতে চান চূর্ণী গঙ্গোপাধ্যায়। সাহসের সঙ্গে দেশের জন্য, মানুষের ভালর জন্য এগিয়ে আসতে চান তিনি।
তিনি অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সাইন্স -কে ই-মেল করে স্বেচ্ছাসেবক হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন এবং অনুমতি চেয়েছেন। দেখা যাক তিনি অনুমতি পান কিনা। চূর্ণীর এই মহৎ কাজকে কুর্নিশ জানিয়েছে তাঁর ছেলে উজান। চূর্ণী এই মহৎ কাজে ভলেন্টিয়ার হওয়ার সুযোগ পেলে তাঁর ছেলেও এই পথে হাঁটবেন।