হার্বাল নিউট্রিশন ক্যাটাগরির দ্রব্যের প্রতি উপভোক্তাদের আগ্রহ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকায় অ্যামওয়ে ইন্ডিয়া আশা করছে চলতি বছরে তার ট্রাডিশনাল হার্ব নিউট্রিশন ক্যাটাগরি থেকে বিক্রয়লব্ধ আয় ১০০ কোটি টাকায় পৌঁছাবে। হার্বাল প্রোডাক্টের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে অ্যামওয়ে স্থানীয় উৎস থেকে হার্বাল এক্সট্রাক্ট বৃদ্ধির দিকে নজর দিচ্ছে।
উচ্চমানের নিউট্রিশন প্রোডাক্ট প্রস্তুত করার জন্য অ্যামওয়ে স্থানীয় উপাদান সংগ্রহ চালু রেখেছে। নিউট্রিশনের ক্ষেত্রে অন্যতম অগ্রণী সংস্থা অ্যামওয়ে বিশ্বজুড়ে তার নিউট্রিশন ব্র্যান্ড ‘নিউট্রিলাইট’-এর জন্য সুপরিচিত। কোম্পানির আশা, নিউট্রিশন ক্যাটাগরি আরও দ্রুত বৃদ্ধি ঘটিয়ে বর্তমানের ৫০ শতাংশ থেকে বেড়ে ৬৫ শতাংশ হবে ২০২৪ নাগাদ। এতে হার্বাল নিউট্রিশন সেগমেন্ট থেকে উল্লেখযোগ্য অবদান থাকবে।
অ্যামওয়ের নিউট্রিলাইট ট্রাডিশনাল হার্ব রেঞ্জ দেয় হার্বের পিউরিটি, সেফটি ও পোটেন্সির নিশ্চয়তা, কারণ সেগুলি বিশ্বমানের যথেষ্ট কড়া পদ্ধতিতে যাচাই হয়। প্রোডাক্টের যোগ্যতার নিশ্চয়তা দিতে এইসব হার্বাল সাপ্লিমেন্ট তৈরি হয় সার্টিফায়েড নন-জিএমও উপাদান দ্বারা।