২০২০: প্রপটেক ইন্ডাস্ট্রিতে ৫৫১ মিলিয়ন ডলার বিনিয়োগ

ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে বাসগৃহ ক্রয় বৃদ্ধি পেতে থাকায় ২০২০ সালে ভারতে প্রপটেক ইন্ডাস্ট্রিতে লেনদেন হয়েছে ৫৫১ মিলিয়ন ডলারেরও বেশি। এই অঙ্ক বিগত বছরের ৫৪৯ মিলিয়ন ডলারকে ছাপিয়ে গেছে। এই তথ্য জানা গেছে অগ্রণী অনলাইন রিয়াল এস্টেট পোর্টাল হাইসিং-ডট কমের একটি রিপোর্ট থেকে। রিপোর্টটির নাম ‘প্রপটেক: দ্য ফিউচার অফ রিয়াল এস্টেট ইন ইন্ডিয়া’। এই রিপোর্টে দেখা যাচ্ছে, প্রপটেক সেগমেন্টে বিনিয়োগ ২০১৯ সালের ৫৪৯ মিলিয়ন ডলার থেকে ২০২০ সালে বেড়ে ৫৫১ মিলিয়ন ডলার হয়েছে। এযাবৎ ভারতের প্রপটেক ইন্ডাস্ট্রিতে ২২৫টি ডিলের ক্ষেত্রে ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগ সম্পন্ন হয়েছে।

হাউসিং ডট কমের রিপোর্ট জানাচ্ছে, প্রপার্টি ব্রোকারেজ বিজনেসে এখনও অধিকাংশ ব্যবসায়িক লেনদেন হচ্ছে অফলাইন মোডের মাধ্যমে, যার আনুমানিক পরিমাণ ১৪০০ মিলিয়ন ডলার (১.৪ বিলিয়ন ডলার)। অফলাইনে প্রকৃত লেনদেনের পরিমাণ থেকে ভারতের প্রপটেক ইন্ডাস্ট্রির বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। রিপোর্ট জানাচ্ছে, রিয়াল এস্টেট ক্রয়ের ক্ষেত্রে ৫০% হচ্ছে অনলাইন সার্চের মাধ্যমে এবং ভার্চুয়াল প্রপার্টি পারচেজ আরও বেশিমাত্রায় জনপ্রিয়তা পাচ্ছে। সমীক্ষা চলাকালীন ৩৭% উত্তরদাতা বলেছেন তারা একটি সাইট ভিজিটের পরই ডিল কমপ্লিট করতে আগ্রহী, আর ৪৭% উত্তরদাতা বলেছেন তারা একাধিক সাইট ভিজিটের পর এরকম সিদ্ধান্ত নেবেন। এই অনলাইন সমীক্ষা পরিচালিত হয়েছে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি-এনসিআর, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বই ও পুণেতে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *