আসন্ন উৎসবের মরশুম ও বিগ বিলিয়ন ডেজ উপলক্ষে ফ্লিপকার্ট ৭০,০০০ প্রত্যক্ষ ও আরও কয়েক লক্ষ অপ্রত্যক্ষ কর্মসংস্থানে সাহায্য করবে। প্রত্যক্ষ কাজের সুযোগ সৃষ্টি হবে ফ্লিপকার্টের সাপ্লাই চেইনে, আর অপ্রত্যক্ষ কাজের ব্যবস্থা হবে ফ্লিপকার্টের সেলার পার্টনারদের কাছে ও কিরানাগুলিতে। এরউপরেও কর্মসংস্থানের সুযোগ ঘটবে অনুসারী শিল্পক্ষেত্রগুলিতে।
বিগ বিলিয়ন ডেজ উপলক্ষে ক্যাপাসিটি, স্টোরেজ, প্যাকেজিং, হিউম্যান রিসোর্সেস, ট্রেনিং ও ডেলিভারির জন্য যে বিপুল বিনিয়োগ হবে, তার ফলে বাড়তি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এবছর, ফ্লিপকার্ট প্রায় ৭০,০০০ মানুষকে নিয়োগ করবে তার সাপ্লাই চেইনে। সেইসঙ্গে কয়েক লক্ষ অপ্রত্যক্ষ কাজের সুযোগ সৃষ্টি হবে সেলার ও পার্টনারদের কর্মস্থলে। লাস্ট-মাইল ডেলিভারির জন্য ৫০,০০০-এরও বেশি কিরানার সঙ্গে ফ্লিপকার্টের সংযোগ স্থাপনের ফলে হাজার হাজার সিজনাল জব তৈরি হচ্ছে আসন্ন উৎসবের মরশুমে অসংখ্য প্যাকেজ ডেলিভারির জন্য। সরাসরি কাজে নিযুক্ত ব্যক্তিদের জন্য ফ্লিপকার্ট সাপ্লাই চেইন সংক্রান্ত নানারকম কাজের জন্য প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করেছে। এছাড়া, সেলার পার্টনার, এমএসএমই ও কারিগরদের জন্য উৎসবের মাসগুলির প্রস্তুতির লক্ষ্যে আলাদা প্রশিক্ষণ দিচ্ছে ফ্লিপকার্ট।