স্বাধীন শিল্পী জুবিন দেশবিদেশের নানারকম প্রকল্পের জন্য সঙ্গীত ও ভিস্যুয়াল কনসেপ্ট সৃষ্টি করে থাকেন। তাঁর অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হয়েছে উদয়নের (বর্তমানে উদয়ন কলাকেন্দ্র) উদয়শঙ্কর ড্যান্স স্টাইলের সঙ্গে তাঁর সম্পর্কের সূত্রে। সেই অভিজ্ঞতাপ্রসূত দক্ষতার ব্যবহারে তিনি ভিস্যুয়াল কনসেপ্টের মিশ্রণকে ঢেলে দিয়েছেন তাঁর জুবিনআর্ট নামাঙ্কিত আর্ট ফর্মে। তা থেকেই সৃষ্টি হয়েছে এই ‘ডিভাইন ইমোশন’ কম্পোজিশন ট্র্যাকটি। অমরা মিউজিক সেটি গোটা পৃথিবীর কাছে পরিবেশনার উদ্যোগ নিয়েছে।
জুবিন বলেছেন, নতুন এই কম্পোজিশনটিকে তিনি ‘ভেরি স্পেশাল’ বলে মনে করেন। এটি তৈরির কাজ সম্পন্ন করার জন্য তাঁর সঙ্গে সম্মিলিত উদ্যোগে সামিল হয়েছেন ড. সুবীর রায় (ফ্লুট), অর্ণব ভট্টাচার্য্য (সরোদ), সৌমাল্য চক্রবর্তী (সেতার), পুষ্পেন্দু চ্যাটার্জি (এস্রাজ), কৌশিয় রায় (ভায়োলিন), কিংশুক চক্রবর্তী (পারকাসনস), কুণাল বিশ্বাস (বাস), সার্থক সেন (তবলা), দীপশ্রী ও অঙ্গিরা মান্না (নৃত্য) এবং শৌর্য্য মুখার্জি (ক্যামেরা)। এছাড়াও অ্যারেঞ্জমেন্ট ও মাস্টারিংয়ে রয়েছেন ম্যাজিক স্টুডিয়োর মৈনাক কর্মকার ও বিমান রায়। লকডাউনের সময়কালে শুরু হওয়া প্রকল্পটি বাস্তবায়নের কাজে সকলে খুবই উৎসাহের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।