পশ্চিমবঙ্গে কলকাতার পর শিলিগুড়িতে লঞ্চ্ হল আথার ৪৫০এক্স স্কুটার। শিলিগুড়ির অনেকেই লিমিটেড এডিশন সিরিজ ১ ভেহিকেল পাওয়ার সুযোগ পাবেন, যারা চলতি বছরের জানুয়ারিতে নতুন প্রোডাক্ট লাইন লঞ্চ্ হওয়ার আগে অর্ডার বুক করেছিলেন। ভারতের ২৭টি শহরের রাস্তায় ২০২১ সালের প্রথম ত্রৈমাসিকের শেষ নাগাদ নেমে পড়বে ভারতের প্রথম ইন্টেলিজেন্ট ইলেক্ট্রিক স্কুটার নির্মাতা আথার এনার্জির আথার ৪৫০এক্স। আথার ৪৫০এক্স পাওয়া যাচ্ছে তিনটি নতুন কলারে – গ্রে, গ্রীন ও হোয়াইট। ইকো, রাইড ও স্পোর্ট ছাড়াও আথার এক হাই-পারফর্ম্যান্স মোড ‘ওয়ার্প’ এনেছে। মিনিটে ১.৫কিমি হিসেবে আথার ৪৫০এক্স আগের থেকে ৫০ শতাংশ দ্রুততায় চার্জ হবে, ফলে এটি ইলেক্ট্রিক টু-হুইলার ক্যাটাগরিতে ‘ফাস্টেস্ট চার্জিং রেট’ প্রদান করবে। এই ইলেক্ট্রিক স্কুটারে থাকছে ৪জি সিম কার্ড ও ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আরোহীরা ফোন কল ও মিউজিকের সুবিধা পাবেন টাচস্ক্রিন ড্যাশবোর্ড থেকে। আথার ৪৫০এক্স হল ভারতের দ্রুততম ও অন্যতম সেরা স্মার্ট স্কুটার।
আথার ৪৫০এক্স স্কুটার এবার শিলিগুড়িতে
