আবারো বড় ধাক্কা খেলো বিজেপি

সময় খারাপ যাচ্ছে বিজেপির, দল ত্যাগ করছেন একের পর এক নেতা। আবারো বড় ধাক্কা খেলো বিজেপিতে। পদ ছাড়লেন নেতা তথা অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়। দলের উপেক্ষার কারণেই তাঁর এই সিদ্ধান্ত বলে কার্যত স্বীকার করে নিয়েছেন সুমন। তিনি রাজ্য বিজেপির সাংস্কৃতিক আহ্বায়ক ছিলেন। তিনি বলেন, কোনও ব্যক্তি স্বার্থের সংঘাত কিছুই নেই, শুধু মাত্র তিনি নিজের ব্যক্তিগত ব্যস্ততার জন্য সময় দিয়ে উঠতে পারছেন না তাই তিনি এই পদ ছেড়েছেন। এত গুরুদায়িত্ব তাঁর পক্ষে পালন করা আর সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছেন সুমন। সুমনের বক্তব্য, তিনি সাধারণ কর্মী হিসেবে থাকবেন কিন্তু কোন পদে থাকবেন না। প্রশ্ন উঠেছে, তাহলে কি বাবুল সুপ্রিয়র মতো পদ্ম শিবিরের আরেক তারকা সদস্য সুমন বন্দ্যোপাধ্যায়ও দল ছাড়তে চলেছেন?  

২০১২ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি, তারপর থেকেই সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। চলতি বছর বিধানসভা নির্বাচনের সময়েও তাঁকে দলের হয়ে প্রচারে দেখা যায়, একই সঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যমে দলের মুখপাত্রের ভূমিকা পালন করেন তিনি। কিন্তু বিগত কয়েক দিন ধরেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছিল তাঁর। অবশেষে পদ ত্যাগ করলেন সুমন। আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। আর এর সঙ্গে সঙ্গেই তাঁর তৃণমূল যোগের জল্পনা বেড়ে গিয়েছে। যদিও তিনি নিজে বলছেন যে, এমন কোনও সম্ভাবনা নেই। কারণ দল তিনি ছাড়েননি, শুধু পদ ছেড়েছেন। কিন্তু তিনি যে বিজেপির নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে খুব একটা খুশি নন তা একদমই স্পষ্ট।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *