আরএলজি ক্লিন টু গ্রিন ক্যাম্পেন

রিভার্স লজিস্টিক্স গ্রুপের (আরএলজি) ফ্ল্যাগশিপ ক্যাম্পেন ‘ক্লিন টু গ্রিন’ লঞ্চ হয়েছে ২০২০ সালের মে মাসে। চলবে ২০২১-এর মার্চ পর্যন্ত। এই ক্যাম্পেনের লক্ষ্য হল গ্রাহকদের মধ্যে ইলেক্ট্রনিক্স বর্জ্যের সঠিক সমাধান বিষয়ে সচেতনতা গড়ে তোলা ও নিরাপদে রিসাইক্লিং করার ব্যাপারে দায়িত্বশীল সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করা। ই-ওয়েস্ট তৈরির ব্যাপারে বর্তমানে ভারত হল বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ।

বিগত তিন বছরে আরএলজি-র ক্লিন টু গ্রিন ক্যাম্পেন যথেষ্ট সফল হয়েছে এবং ২৫টি রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলের ২২,২১,৪০৬ জন মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। ২০২০-২১ অর্থবর্ষে ক্লিন টু গ্রিন ২০২০ সালের ১৬ মে চালু হয়েছে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৮টি শহরে ২,০৬,১৭৬ জন মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে। এটি চলবে ২০২১-এর মার্চ পর্যন্ত। ২০২০-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত আগরতলায় ক্লিন টু গ্রিন ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে এইসব স্থানে – জোলাইবাড়ি মার্কেট, ত্রিপুরা স্টেট ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (জোলাইবাড়ি ব্রাঞ্চ), আইএস অফিস (ইনস্পেক্টর অফ স্কুলস) ও জোলাইবাড়ি সোসাইটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *