আসানসোলে পদক্ষেপ ম্যাক্স বুপা হেলথ ইন্স্যুরেন্সের

দেশের অগ্রণী স্ট্যান্ডঅ্যালোন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিসমূহের অন্যতম ম্যাক্স বুপা আসানসোলে উপস্থিত হল। আগামী পাঁচ বছরে আসানসোলে ৭৫০০ জনেরও বেশি মানুষকে স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসবে ম্যাক্স বুপা।

এই কোম্পানির গ্রাহকগণ শহরের ডেজিগনেটেড নেটওয়ার্ক হাসপাতালে ও দেশের ছয় হাজারেরও বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুযোগ নিতে পারবেন। তারা দ্রুততার সঙ্গে ক্যাশলেস ক্লেইমের প্রিঅথরাইজেশনের সুবিধা পাবেন, ফলে উন্নতমানের চিকিৎসার বেশি সুযোগ পাবেন। এই কোম্পানি বর্তমানে পশ্চিমবঙ্গের চারটি স্থানে উপস্থিত রয়েছে।

পরবর্তী পাঁচ বছরে ম্যাক্স বুপা আসানসোলে  ৫ কোটি টাকা গ্রস রিটন প্রিমিয়াম ও পলিসি ক্রয়ে ২১ গুণ বৃদ্ধি ঘটানোর লক্ষ্য নিয়ে চলেছে। ম্যাক্স বুপার এক বিশাল সাশ্রয়ী ও নির্দিষ্ট রোগের প্রোডাক্ট পোর্টফোলিয়ো রয়েছে, যেমন রিঅ্যাসিওর, হেলথ কম্প্যানিয়ন, গোঅ্যাক্টিভ, হেলথ প্রিমিয়া, হেলথ অ্যাস্যুরেন্স, হসপিক্যাশ, ক্রিটিক্যাল ইলনেস কভার, হেলথ রিচার্জ, আরোগ্যসঞ্জীবনী ও করোনা কবচ। ২০২৪-২৫ সাল নাগাদ আসানসোলে প্রায় ৮০০ জন এজেন্ট নিয়োগের পরিকল্পনাও রয়েছে ম্যাক্স বুপার।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *