ইনভেস্কো মিউচুয়াল ফান্ডের নতুন ফান্ড ‘ইনভেস্কো ইন্ডিয়া ফোকাসড ২০ ইকুইটি ফান্ড’ লঞ্চ্ হয়েছে, যা সর্বাধিক ২০টি স্টকে বিনিয়োগ করবে (অর্থাৎ মাল্টিক্যাপ)। এটি একটি ওপেন-এন্ডেড ইকুইটি স্কিম। বর্তমানে, এই পোর্টফোলিও লার্জ-ক্যাপ স্টকে বিনিয়োগ করবে (৫০% থেকে ৭০%)। মিডক্যাপ স্টকে এর পরিমাণ হবে পোর্টফোলিওর ৩০% থেকে ৫০% ও স্মল-ক্যাপে হবে ০ থেকে ২০%। এই পোর্টফোলিওতে গ্রোথ ও ভ্যাল্যু উভয় প্রকার স্টক থাকবে। অ্যালটমেন্টের ১ বছর পর থেকে রিডীম করলে বা সুইচ করলে কোনও এক্সিট লোড চার্জ করা হবেনা। ১ বছরের মধ্যে ১০ শতাংশ পর্যন্ত ক্ষেত্রে রিডীম বা সুইচ করলেও কোনও এক্সিট লোড চার্জ করা হবেনা।
নিউ ফান্ড অফার (এনএফও) সাবস্ক্রিপশনের জন্য চালু থাকবে ৯ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এনএফও-তে বিনিয়োগের ন্যূনতম অর্থ হল ১০০০ টাকা ও তারপর ১ টাকার গুণিতকে। এসআইপি’র জন্য মিনিমাম অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট হবে ৫০০ টাকা ও তারপর ১ টাকার গুণিতকে।